ভারতে প্রবেশ কালে আওয়ামী লীগ নেতা আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০০ পিএম, ১১ই মে ২০২৫


ভারতে প্রবেশ কালে আওয়ামী লীগ নেতা আটক
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি  গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। 


রবিার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: ৪২° ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, বিপাকে শ্রমজীবী মানুষ


পুলিশ জানায়,  গোলাম মোর্তুজা ওইদিন রবিবার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণ পূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।


এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।


এসডি/