ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো ২ ভাইয়ের মরদেহ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১২ই মে ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী
সোমবার (১২ মে) সকালে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১০ মে) তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ ছিল। নিহত ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার (১০ মে) বিকালে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন নামে দুই ভাই। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অভিযান চালিয়েও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। সোমবার (১২ মে) সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ভাটিতে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান,নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের হাজারো যাত্রী

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট রুখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: নূরজাহান বেগম

ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব

কলেজ ছাত্র সিজুর হত্যার অভিযোগে ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
