শ্রীনগর বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে শতাধিক দোকানপাট পুড়ে ছাই


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৪ পিএম, ১৬ই মে ২০২৫


শ্রীনগর বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে শতাধিক দোকানপাট পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় শতাধিক দোকানপাট পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠনগুলো ধবংস স্তুপে পরিণত হয়েছে। 


আরও পড়ুন: শ্রীনগরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের


বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২ টার দিকে ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শ্রীনগর বাজার ঘটনাস্থল পরিদর্শন করেন। 


জানা গেছে, এই অগ্নিকান্ডের ঘটনায় গুড় পট্রি, ফল, গামছা, মুরগি, ডাল, কাপর পট্রিসহ প্রায় শতাধিক ব্যবসা পতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


বাজারের দোকানীরা জানান, গভীর রাতে আগুন লাগার খবর শোনতে পান। ফায়ার সার্ভিস গভীর রাত থেকে ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে। প্রায় শতাধিক দোকানপাট পুড়ে গেছে। 


শ্রীনগর বাজার কমিটির আহবায়ক মো. তোফাজ্জল হোসেন জানান, বাজারের রাস্তাঘাট আরো প্রশস্ত করতে হবে। জরুরী মিটিংয়ে বসে আগ্নি-নির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শ্রীনগর ফায়ার সর্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এপর্যন্ত ৭৯টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। অগ্নিকান্ডের সূত্রপাত এখনও পাওয়া যায়নি। তদন্ত চলমান আছে। 

আরও পড়ুন: শ্রীনগরে গাছে গাছে কাঁঠালের সমারোহ

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন জানান, ক্ষতির পরিমাণ জানার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এসডি/