Logo

নায় ট্যাংকলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৫, ২৪:০৬
62Shares
নায় ট্যাংকলরি-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

বাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন শিক্ষকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খুলনার ডুমুরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের তিন শিক্ষক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) সকাল ১০ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা ঋশিপাড়া নামক স্থানে এই দূর্ঘনা ঘটে। জানা যায়,কয়রা থেকে আসা যাত্রী বোঝাই মাহিন্দ্র ও খুলনা থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন শিক্ষকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন তারা। নিহত শিক্ষকরা হলেন কয়রা উপজেলার বাসিন্দা এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন নিয়ে কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিচ্ছিলেন আজ তারা সেই দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD