‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, ইংরেজি উত্তরপত্র দেখে চমকে গেলেন পরীক্ষক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, ইংরেজি উত্তরপত্র দেখে চমকে গেলেন পরীক্ষক

পরীক্ষার খাতায় হিজিবিজি লেখা, আঁকা-আঁকি নতুন নয়। উত্তরপত্রে ‘একটু পাস করিয়ে দেবেন’ এমন আর্জির সঙ্গেও পরীক্ষকরা পরিচিত। তবে এবার মাধ্যমিকের ইংরেজি খাতায় পরীক্ষার্থীদের বাক্যগঠন ও শব্দের বিন্যাস দেখে শিউরে উঠছেন পরীক্ষকরা।

খাতায় কেউ লিখেছে, ‘ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?’ আবার কেউ লিছেছেন, ‘আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট...।’

শুধু তাই নয়, পরীক্ষার্থীদের অনেকেই সাদা খাতা জমা দিয়েছে। কেউ কেউ হিজিবিজি লিখে খাতা ভরিয়েছে। তবে সব থেকে নজরে পড়ছে বিচিত্র এই ভাষা। এক শিক্ষিকা বলছেন, হোয়াটসঅ্যাপে যেমন ইংরেজি-বাংলা মিশিয়ে জগাখিচুড়ি ভাষায় অনেকে লেখে, পরীক্ষার্থীদের একাংশ সেই ভাষাতেই উত্তর লিখেছে। সব অর্থহীন বাক্য।

পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

শিক্ষকরা মনে করছেন, করোনায় অনেক ছাত্রছাত্রী দীর্ঘ সময় পড়াশোনার সঙ্গে ছিলেন না, যার কারণেই উত্তরপত্রের এই অবস্থা। এ ছাড়া অনলাইন পড়াশোনার কারণে শিক্ষার্থীদের হাতে হাতে এখন স্মার্টফোন। পড়াশোনাও অনেকটা সামাজিকমাধ্যম নির্ভর হয়ে পড়ছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে উত্তরপত্রে।

এসএ/