আরেক মামলায় সম্রাটের জামিন, এখনই মুক্তি মিলছে না


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আরেক মামলায় সম্রাটের জামিন, এখনই মুক্তি মিলছে না

রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। চার মামলার মধ্যে তিনটি মামলায় জামিন পেলেন তিনি। তবে আরও এক মামলা থাকায় তার মুক্তি মিলছে না।

সোমবার (১১ এপ্রিল) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।

সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সম্রাটের জামিনের আদেশ দেন।

সম্রাটের আইনজীবী এহেসানুল হক সমাজী বলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। গত রবিবার অস্ত্র এবং অর্থপাচার মামলায় আদালত জামিন পান তিনি । আজ মাদক মামলায়ও সম্রাট জামিন পেলেন। আর একটি মামলা আছে দুদকের। ওই মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর কয়েকদফা রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলাটি করেন।

ওআ/