Logo

বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৫, ০১:৪৯
61Shares
বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

টানা দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও মিলছে না কোনো সুনির্দিষ্ট তারিখ

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।

বিজ্ঞাপন

রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই শতাধিক শ্রমিক সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শ্রমিকরা অভিযোগ করে বলেন, টানা দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও মিলছে না কোনো সুনির্দিষ্ট তারিখ। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। তাই দাবি আদায়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ ছিল না।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাসে শ্রমিকরা পরে সড়ক থেকে সরে যান, যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD