গাজীপুরে কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ ঘোষণা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫১ পিএম, ১৭ই মে ২০২৫

গাজীপুরের নাওজোড় কড্ডা এলাকায় আইসিসি ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানায় পানি পান করে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
আরও পড়ুন: গাজীপুরের সাফারি পার্ক থেকে আফ্রিকান লেমুর চুরি
শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে কারখানার শ্রমিকরা একে একে অসুস্থ হতে শুরু করেন।
অসুস্থ শ্রমিকদের স্থানীয় ক্লিনিক ও গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিক পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকাল ৯টায় কারখানার পানির উৎস থেকে পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। এ পর্যন্ত প্রায় ৫০ জন শ্রমিক পেটের ব্যথায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
কারখানার পানির উৎস ও পানির মান পরীক্ষা করার পাশাপাশি শ্রমিকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এসডি/