জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যানের মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২১শে মে ২০২৫


জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যানের মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 


আরও পড়ুন: সাভার থেকে ২ ব্যাক্তির মরদেহ উদ্ধার


বুধবার (২১ মে) বাদ যোহর রাজধানীর বকশিবাজার, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ সময় প্রায় ৪ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী সদস্যরা বিভিন্ন জেলা থেকে এসে এই মাহফিলে যোগদান করেন। 


মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। 


মাহফিলে চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকীর জন্য বিশেষ মোনাজাত রাখেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের জন্য সমবেদনা জানান।  


পরে সংস্থার কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে মাদকচন্দ্র সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য ঘোষণা করা হয় এবং সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আলোচনা করা হয়। 


আরও পড়ুন: সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার,  মোখলেস শিকদার, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্সের  ইনচার্জ আব্দুর রহিম, ব্যাবসায়ী আরিফ, মাসুম, বাদল সহ আরো অনেকে।


পরে মোনাজাত শেষে প্রায় ৪০০ জন প্রতিবন্ধী সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করেন এবং অনুষ্ঠান সমাপ্তি করেন। 


এসডি/