Logo

শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন : দুদু

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৫, ০২:২৯
34Shares
শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন : দুদু
ছবি: সংগৃহীত

ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি

বিজ্ঞাপন

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের অধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন, ভারতবিরোধী ছিলেন। তিনি অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী কিছু সমর্থন করেননি। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব জাগপা আয়োজিত ‘শফিউল আলম প্রধান-এর সংগ্রামী জীবনের চিত্র প্রদর্শনী ও স্মরণসভায়’ তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শফিউল আলম প্রধান বাংলার ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি, যিনি দুর্নীতিকে প্রশ্রয় দেননি। ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। এটাই তার চরিত্রের অন্যতম দিক বলে আমার মনে হয়েছে। 

শামসুজ্জামান দুদু বলেন,শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না। তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা, সত্যবাদিতা, নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছেন তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল। তিনি আমৃত্যু ভারতের অধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন। তিনি অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী কিছু কখনো সমর্থন করেননি। তিনি কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার জন্য, সম্পত্তির জন্য খুব দূরত্বই রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে। এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে, হয়তোবা জাতীয় চরিত্রকে কলুষিত করেছে। শফিউল আলম প্রধান ছিলেন ঠিক এর বাইরের একটা চরিত্র। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD