চোখে মুখে স্বপ্ন নিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাসী চঞ্চল

মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল এর স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে ভাগ্য ফেরাবেন।
বিজ্ঞাপন
রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল এর স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে ভাগ্য ফেরাবেন। শেষ করবেন পরিবারের অস্বচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গেল। একটি দুর্ঘটনায় মারা গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
মৃত্যুর ২১ দিন পর বুধবার (২১ মে) সকালে চঞ্চলের লাশ বাড়িতে আনা হয়। এসময় মা,বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল উপজেলার মনিগ্রাম ইউনিয়্নের মহদিপুর গ্রামের মো.জফির উদ্দিন মৃধার একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা সাথী বেগম ও বাবা জফির উদ্দিন।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে জীবিকার সন্ধানে মালোশিয়া পাড়ি দেন চঞ্চল। প্রবাস জীবন ভালোই চলছিল তার। কিন্তু হঠাৎ গত ৩০এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় ভেকু মেশিনের ধাক্কায় মালোশিয়ায় মারা যান তিনি। অবশেষে মৃত্যুর ২১ দিন পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিহত শাহ আলম চঞ্চল এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার সকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। চঞ্চলকে শেষ বারের মত দেখতে ভীড় জমায় এলাকার হাজারো নারী-পুরুষ। পরে সকাল ১০ জানাযা নামাজ শেষে মহদীপুর কবরস্থানে চঞ্চলের লাশ দাফন করা হয়।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








