মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২৪শে মে ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজব আলী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে ছাই ৮ টি বসতঘর
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজব আলী। তিনি পাশের বাড়ির বাসিন্দা সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে ঘরের ভেতরে যান। ঘরের ভেতরে রাখা বৈদ্যুতিক ফ্যানের নিচে বসে কিছুক্ষণ ঠান্ডা হাওয়ায় বসে থাকার সময় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তৎক্ষণাৎ আশপাশের লোকজন ছুটে এসে রাজব আলীকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সম্ভবত শরীরের স্পর্শকাতর স্থানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় তাৎক্ষণিক মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।‘হঠাৎ করে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই জানান, রাজব আলী ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী ভেঙে পড়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরণখোলায় বস্তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
