শিল্পে ৪ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শিল্পে ৪ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ

শিল্প শ্রেণির গ্রাহকদের প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে এই আদেশ কার্যকর হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গ্যাস বিতরণ কোম্পানি ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে। সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’

ওআ/