‎মির্জাপুরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক ‎


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫


‎মির্জাপুরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক ‎
ছবি: প্রতিনিধি

‎টাঙ্গাইলের মির্জাপুরের শিল্পাঞ্চলের সোহাগপাড়া এলাকায় গার্মেন্টসকর্মী ও দুই সন্তানের জননী কবিতা আক্তার (২৫) কে জবাই করে হত্যা করেছে তারই স্বামী,এমন অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী সুজন মিয়া (৪০) পলাতক। তাদের বাড়ি নীলফামারি জেলায়।


আরও পড়ুন: ‎মির্জাপুরে ফজল হক হত্যার মামলায় ৪ জন গ্রেফতার হলেও বাকী আসামিরা ধরাছোঁয়ার বাইরে


বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


‎শুক্রবার (৩০ মে) এলাকাবাসি জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। কবিতা আক্তার গার্মেন্টসকর্মী এবং সুজন মিয়া পেশায় মেকানিক।


বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কবিতাকে জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আশপাশের বাসার লোকজন ঘটনার টের পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


আরও পড়ুন: মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১


‎এ ব্যাপারে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন গার্মেন্টস কর্মীর  লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলেছে।

এসডি/