দেশে আরও নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫০ পিএম, ১০ই জুন ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা টেস্ট করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।
মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।
আরও পড়ুন: পুলিশ মামলা বাণিজ্যে জড়ালে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

"বিদেশে ৪০ হাজার কোটি টাকার 'গোপন ধনভাণ্ডার' উন্মোচন করলো সিআইসি"

অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান

৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে
