৪০০ বাংলাদেশি ঝুঁকিতে তেহরানে: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে ভয়ংকর পরিস্থিতিতে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। সেখানে দূতাবাসের কর্মকর্তারাসহ ৪০০ বাংলাদেশি বসবাস করেন।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান।
আরও পড়ুন: দেশীয় জাতের গবাদিপশু বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা সম্ভব: প্রাণিসম্পদ উপদেষ্টা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। এর মধ্যে দূতাবাসসহ তেহরানে আছেন চারশজন। সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ-খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিদের ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম এখনই বাড়ছে না: অর্থ উপদেষ্টা
উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে হামলা শুরু করে। এ হামলায় পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে। এর মাধ্যমে দু’দেশের লড়াই আরও ভয়ংকর হয়ে ওঠে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফেনীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান

রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে: প্রেস সচিব

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

সাংবাদিক ও সংবাদপত্রের প্রতি হুমকি জুলাই চেতনার পরিপন্থী: জাতীয় প্রেস ক্লাব বিএফইউজে ও ডিইউজে
