আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে নির্বাচন: প্রেস সচিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩২ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে নির্বাচন: প্রেস সচিব
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছে।


তবে নির্বাচন ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চললেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করেছেন যে, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে: প্রেস সচিব


শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 


শফিকুল আলম বলেন, “সরকার জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো ষড়যন্ত্র বা প্রতিবন্ধকতা নির্বাচনকে পিছিয়ে দিতে পারবে না।”


আরও পড়ুন: নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না


ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।


এএস