জাতীয় নির্বাচন নিয়ে বিবৃতিতে দিয়েছে অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে এক সরকারি বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র, বাধা কিংবা প্রচেষ্টা সরকার এবং দেশের গণতন্ত্রকামী জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।”
আরও পড়ুন: মেরুন রঙের টি-শার্ট পরা যুবক পুলিশ কনস্টেবল: প্রেস সচিব
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণের ইচ্ছার বিজয় নিশ্চিত হবে এবং কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।
এছাড়া সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। বলা হয়, “সংকটকালীন এই সময়ে সংগ্রামের অর্জন রক্ষা, জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত এবং গণতন্ত্রে সফল উত্তরণের জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।”
এএস