শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার চিরবিদায়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯ পিএম, ২৮শে জুন ২০২৫


শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার চিরবিদায়
মনু মিয়া। ছবি : প্রতিনিধি

কারো মৃত্যু সংবাদ পেলেই তড়িঘড়ি করে খুন্তি-কোদাল, দা, চাকু, স্কেল আর করাতসহ কবর খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ছুটতেন শেষ ঠিকানার কারিগর মনু মিয়া।


আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন ছাত্রী ও এক কৃষকের



শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মনু মিয়া। গত ১৪ই মে তাকে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক রকম মুমূর্ষু অবস্থায় চিকিৎসা হয়েছিল তার। তারপর বেশ কিছুদিন চিকিৎসার পর নিজ গ্রামে ফেরেন। এরপর ভালই ছিল, হঠাৎ তিনি আবারো অসুস্থ হলে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর আগে মনু মিয়ার অনুপস্থিতিতে গত ১৭ মে তার প্রিয় বাহন ঘোড়াটিকেও কারা যেন ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে। তবে সেটি নিয়ে তার ছিলনা কোন আক্ষেপ।


মনু মিয়া কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কারো কাছ থেকে নিতেন না কোন পারিশ্রমিক বা যাতায়াত খরচ। এমনকি খাবারের বেলায়ও ছিল একই নিয়ম তার। নিজের বাড়ি থেকে খেয়ে রওনা না হতে পারলে মৃত ব্যক্তির বাড়িতে গিয়েও খেতেন নিজ খরচে।


আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে প্রান গেল ৪ কৃষকের


মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। তার জন্ম ১৯৫২ সালের ১৫ মার্চ। কবর খোঁড়ার কাজ শুরু করছিলেন ১৯৭২ সাল থেকে। এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি খবর খুঁড়েছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ছবি এখন ভেসে বেড়াচ্ছে।


এসডি/