প্রধান উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে যা বললেন সিইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৯ পিএম, ১লা জুলাই ২০২৫


প্রধান উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে যা বললেন সিইসি
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। দীর্ঘ আলোচিত এ বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে অনেকেই আগ্রহী ছিলেন। 


মঙ্গলবার (০১ জুলাই) সিইসি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈঠকের বিষয়টি তুলে ধরেন।


সিইসি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য দফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।”


তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চান এবং তিনি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য আন্তরিক। তবে, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সিইসি বলেন, “যত (সিগন্যাল) নির্বাচন তারিখ নির্ধারিত হবে, নির্বাচন কমিশন মাধ্যমে সাংবাদিকরা তা জানতে পারবেন।”


এমতাবস্থায়, জাতীয় নির্বাচন নিয়ে দেশের জনগণের মধ্যে একটা অস্থিরতা দেখা দিলেও, সিইসি এই প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ও আন্তরিকতার কথা উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন।