Logo

ময়মনসিংহে ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
28Shares
ময়মনসিংহে ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বৈরাটি গোরস্থান মাদ্রাসা অংশে মহিলা মাদ্রাসায়...

বিজ্ঞাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বৈরাটি গোরস্থান মাদ্রাসা অংশে মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় পিকাপ ভ্যানের চাপায় মাকছুরা আক্তার মীম (১৭) নামের মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মীম ৬নং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকাপ ভ্যান চাপায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মীম মারা যায়। সে মাইজবাগ বাজার সংলগ্ন আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার দাওরা বিভাগের ছাত্রী।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টে প্রস্তুত করেছে। ঘাতক পিকাপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD