সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে। ’
এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) যোগ দেন এবং দীর্ঘ কর্মময় জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০০৮ সালের জাতীয় নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছিল।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে দেশের প্রশাসন ও নির্বাচন ব্যবস্থায় এক অভিজ্ঞ, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিত্বের শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

‘থ্রি জিরো’ অর্জনে বিশ্ব মুসলিম নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান

জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব মানুষ
