রহস্য উন্মোচন; স্ত্রীকে বিয়ে করতে না পেরে স্বামীকে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রহস্য উন্মোচন; স্ত্রীকে বিয়ে করতে না পেরে স্বামীকে হত্যা

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের বনখড়িয়া এলাকায় অটোরিকশা চালক শরিফুল ইসলাম হত্যার এক সপ্তাহের মধ্যেই রহস্য উন্মোচন করে ৬ ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। সংস্থাটি জানায়, শরিফুলের স্ত্রীকে বিয়ে করতে না পারার ক্ষোভেই ভাড়াটে ঘাতক দ্বারা তাঁকে গলা কেটে হত্যা করেন রাজীব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুরের বনখড়িয়া এলাকার শফিকুল ইসলাম, আফ্রিদি ও হানিফ। মির্জাপুরের রাকিব, রাজিব শেখ ও জুয়েল রানা। 

শনিবার দুপুরে নগরীর নিয়ামত সড়কে গাজীপুরস্থ পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি আরও বলেন, অটোচালক শরিফুলের স্ত্রীকে বিয়ে না করতে পেরে বনখড়িয়া এলাকার আজমত উরফে তারেককে এক লাখ টাকায় শরিফুলকে হত্যার কণ্টাক দেয় রাজিব শেখ। সেই টাকা পেয়ে অটোচালক শরিফুলকে নিয়ে বনখড়িয়া বনে যায় তারেক। সেখানে গলা কেটে হত্যা করে অটোচালককে। 

পুলিশ সুপার আরও বলেন, এই কিলিং মিশনে শরীক হয় আরও চারজন। এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।