বড় সুখবর পেলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৬ই জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বিরতির পর আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে এবার দুবাই ক্যাপিটালস দলে ডাক পেয়েছেন তিনি।
রবিবার (৬ জুলাই) দুবাই ক্যাপিটালস তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দিচ্ছেন। সব কিছু ঠিক থাকলে ১৬ জুলাই সাকিব মাঠে নামবেন তারই পুরোনো দল রংপুর রাইডার্সের বিপক্ষে।
গুঞ্জন ছিল, এবারের আসরে রংপুর রাইডার্সে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি রংপুর। দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, "সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। এটি পুরোপুরি ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত।"
দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিবের এবারের অভিযান শুরু হবে ১০ জুলাই, প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে সেন্ট্রাল স্ট্যাগস। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাকিবের নতুন দলে আছেন বেশ কিছু পরিচিত মুখ। তার সতীর্থ হিসেবে খেলবেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা এবং আফগান তারকা সেদিকউল্লাহ অটল।
দেশে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের বিতর্কের মাঝেও সাকিব আল হাসান এখনো আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার এই প্রত্যাবর্তন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এখন দেখার বিষয়, নতুন জার্সিতে কতটা ছন্দে ফিরতে পারেন সাকিব, আর দলের সাফল্যে কতটা অবদান রাখতে পারেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।