আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই প্রস্তাব আসলে অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনার একটি নতুন ফাঁদ।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, “যারা আসলে আওয়ামী লীগকে ফেরাতে চায়, তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে।”
তিনি আরও বলেন, “এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না।”
বিএনপির এই নেতা বলেন, “যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক— তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
তিনি জানান, জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
“আন্দোলন গত বছর শুরু হয়নি। এটি ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই”— বলেন শামসুজ্জামান দুদু। তিনি জানান, এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল
