সাকিবের জন্য এখনো বোর্ডের দরজা খোলা: বিসিবি পরিচালক


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫


সাকিবের জন্য এখনো বোর্ডের দরজা খোলা: বিসিবি পরিচালক
ফাইল ছবি।

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। তিনি দেশের হয়ে খেলছেন না, এমনকি বিদেশের লিগগুলোতেও এখন নিয়মিত নন। তবে এবার তার বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান  ইফতেখার আহমেদ মিঠু।


আরও পড়ুন: ওডিআই সিরিজ হারের পর যা বললেন মিরাজ


তিনি স্পষ্ট করে বলেন, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। তার ভাষায়, সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে ১-২ জন এমন খেলোয়াড় আসে। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার সবভাবেই সে দলে খেলার যোগ্য।


সাকিব কিছুদিন আগে নিজের বোলিং অ্যাকশনের সমস্যা শুধরে নিয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশও নিয়েছেন। যদিও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবে অভিজ্ঞতা ও দক্ষতায় এখনো তিনি দলকে অনেক কিছু দিতে পারেন বলে মনে করেন ইফতেখার আহমেদ মিঠু। ।


তিনি বলেন, সে অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে মিঠু বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা একেবারে আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়ে ভাবছি।


সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে...ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক....ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)...তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।


বিসিবির মিডিয়া প্রধান জানান, সাকিব এখনও নির্বাচকদের ভাবনায় আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্রিকেট অপারেশনস বিভাগের কাছ থেকে।


আরও পড়ুন: আবারও ব্যাটিং ব্যর্থতা, সিরিজ খোয়ালো বাংলাদেশ


নির্বাচকেরা ভাবনায় রেখেছেন। তারা যখন পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝবে পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে সাকিবের মতো খেলোয়াড়কে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না, — বলেন মিঠু।


উল্লেখ্য,সাকিবের জাতীয় দলে ফেরার পথ এখনো বন্ধ হয়নি। বিসিবি ইতিবাচক বার্তা দিলেও তার ভবিষ্যৎ নির্ভর করছে পারফরম্যান্স, ফিটনেস ও নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।



এসডি