হারের বৃৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা, সহজ জয় শ্রীলঙ্কার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫


হারের বৃৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা, সহজ জয় শ্রীলঙ্কার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫০ রান করে তারা। এর পর কুশাল মেন্ডিসের ৭৩ রানের উপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। ব্যাটিং ব্যর্থতা আর বোলিংয়ের ছন্দপতনে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। যেন হারের বৃত্ততেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা।


টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। মারমুখী ছিলেন ইমন, খেলেন ২২ বলে ৩৮ রানের ইনিংস (৫ চার, ১ ছয়)। অপরপ্রান্তে ধীরগতিতে খেলেন তামিম, ১৭ বলে করেন ১৬ রান।


আরও পড়ুন: আলোচনায় সাইফউদ্দিন, বাংলাদেশের সম্ভাব্য একাদশ


উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত বিদায় নেন লিটন দাস (৬), ইমন (৩৮) ও হৃদয় (১০)। এরপর নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়লেও রানরেট আর বাড়াতে পারেননি। নাইম অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রান করে, মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।


শেষদিকে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ইনিংসে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে থিকশানা ২ উইকেট নেন, একটি করে পান থুশারা, শানাকা ও ভেন্ডারসে।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৮৩ রান। ৩১ বলে হাফসেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। নিশাঙ্কা ৪২ রানে আউট হন মিরাজের বলে। ২৪ রান করা কুশাল পেরেরাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন।


আরও পড়ুন: টানা চার ম্যাচে জোড়া গোল, নতুন ইতিহাস গড়লেন মেসি


মেন্ডিসকে (৫৪) আউট করেন সাইফউদ্দিন, দুর্দান্ত ক্যাচটি নেন শর্ট কাভারে ফিল্ডিং করা শামীম। এরপর আভিস্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।


সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুলাই, একই ভেন্যুতে। টাইগারদের জন্য সেটি হবে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।


এমএল/