রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে না আসে রাশিয়া, তাহলে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। পাশাপাশি ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। ‘রাশিয়ার অর্থনীতিতে আঘাত হানতে হবে’
ট্রাম্প বলেন, “আমরা রাশিয়াকে সময় দিচ্ছি—মাত্র ৫০ দিন। এর মধ্যে যদি যুদ্ধ বন্ধে কোনও চুক্তি না হয়, তাহলে আমরা ১০০% ট্যারিফ আরোপ করব। শুধু রাশিয়ার পণ্যে নয়, যারা রাশিয়ার জ্বালানি কিনছে—যেমন ভারত, চীন—তারাও এর আওতায় পড়বে।”
তিনি আরও বলেন, “লক্ষ্য একটাই—রাশিয়ার যুদ্ধ তহবিলের জোগান বন্ধ করা।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনের জন্য একটি নতুন অস্ত্র সহায়তা প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে, যাতে থাকবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন, কামান ও অন্যান্য সামরিক সরঞ্জাম। ট্রাম্প বলেন, “এই অস্ত্রগুলো ন্যাটোর মাধ্যমে ইউক্রেন পাঠানো হবে, ইউরোপিয়ান মিত্ররা ব্যয় বহন করবে।”
বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের একটি ‘এস্কেলেট টু ডি-এস্কেলেট’ কৌশল—যার মাধ্যমে যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানো হবে।
বৈঠকে ট্রাম্প ও রুটে একমত হন যে ইউক্রেন যুদ্ধ একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংকট। ট্রাম্প বলেন, “ন্যাটো সদস্যদের সঙ্গে সমন্বয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব, যেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা যায়।”
বিশ্লেষণ: এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করছে, যার প্রভাব শুধু ইউরোপ নয়, এশিয়ার অর্থনীতিতেও পড়বে।
আরএক্স/