আ.লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫


আ.লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা
ছবি: সংগৃহীত

ভারত সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে নাম উল্লেখ না করে তিনি বলেন, ভারত সরকার তো কয়েকজন অতিথিকে রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা বা আপত্তি করেছি? দিইনি। কারণ এখানে রাজনৈতিক বিষয় আছে। তাহলে আপনারা কেন ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি’ তকমা দিচ্ছেন?


আরও পড়ুন: ট্রাম্পের পায়ে ফোলা, হাতে কালশিটে দাগ; দেখা দিয়েছে ধমনীর জটিলতা


মোদি সরকারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজন ভারতীয় দেশের যেকোনো জায়গায় যেতে পারেন। কিন্তু, বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই, বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, ভারতের ভিন রাজ্যগুলোয় বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে।


তিনি অভিযোগ করে বলেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে। ওরা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়। আর বিশ্বে পঞ্চম।


আরও পড়ুন: দেহব্যবসার অভিযোগে সৌদিতে নারীসহ ১২ প্রবাসী গ্রেফতার


পশ্বিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেকেই দেশভাগের আগে এসেছেন বা ১৯৭১ সালে ভারতে চলে আসার আগে জন্ম হয়েছে। তাদের বাংলা ভাষায় টান রয়েছে। কিন্তু তারা বাংলাদেশি নন, সবাই ভারতীয়।


এমএল/