কক্সবাজারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫


কক্সবাজারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে সমাবেশ করেছেন।


শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই যোদ্ধারা শহরে প্রবেশ করেন। পদযাত্রা শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউট প্রাঙ্গণের শহীদ দৌলত ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেত্রী তাসনীম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সমাবেশে নেতারা বলেন, “দেশকে পরিবর্তনের পথে নিতে হলে জনতার শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। জুলাই পদযাত্রা তারই এক বাস্তব উদাহরণ।”


এর আগে সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে পদযাত্রা শুরু করে।


মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং এনসিপির কর্মসূচির প্রতি সমর্থন জানান। সমাবেশে শহরের বিভিন্ন স্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


এনসিপি নেতৃবৃন্দ জানান, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হবে এবং প্রতিটি অঞ্চলে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া হবে।