বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫


বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: মির্জা ফখরুল
ফাইল ছবি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, “সংস্কার বিএনপিই করেছে, প্রস্তাবও বিএনপিই দিয়েছে, তাই আর দেরি নয়—সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।”


শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


ফখরুল বলেন, “যত সময় যাচ্ছে, পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই আবার সংগঠিত হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। মবক্রেসি বা সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ভয়ঙ্কর প্রবণতা বাড়ছে।”


তিনি বলেন, “এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের আওতায় একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন জরুরি। এজন্য জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সংলাপ দরকার।”


বিএনপি মহাসচিব আরও বলেন, “এখনই সুযোগ সামনে এসেছে, এই সুযোগ হারালে দেশ আরও অনেক বছর পিছিয়ে যাবে। প্রতিবার মানুষ রক্ত দিবে, আন্দোলন করবে—এটা হতে পারে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।”


তিনি বলেন, “সব রাজনৈতিক দল প্রমাণ করেছে, তারা দেশকে ভালোবাসে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ত্যাগ স্বীকার করেছে। এখন প্রয়োজন সব দলের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক বন্দোবস্ত, যাতে সবাই একসঙ্গে দেশ গড়তে পারে।”


ফখরুল বলেন, “আমাদের বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নেই, সামর্থ্যও নেই। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। তাদের সমর্থনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই। কেউ চাইলেও এই যাত্রা থামাতে পারবে না।”


তিনি বলেন, “১৯৭১ ও স্বাধীনতার মূল্যবোধই আমাদের মূল কথা—সেখানে কোনো ছাড় নেই। আমাদের সামনে একটি দিক আছে, সেটা হলো গণতন্ত্র। সেদিকেই যেতে হবে।”


আরএক্স/