আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫


আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ
ফাইল ছবি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমার হাত ধরে জনপ্রিয়তা পাওয়া অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম শুধু অভিনয় দিয়েই নয়, চিকিৎসা সেবার মাধ্যমেও মানুষের হৃদয় জিতেছেন। ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত এই অভিনেতা ও চিকিৎসক জানালেন, আমৃত্যু তার রোগী দেখার ফি ৩০০ টাকাই থাকবে।


হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ডা. এজাজ বলেন, “নাট্যজগতে তিনি এমন এক নক্ষত্র ছিলেন যার শূন্যস্থান কখনো পূরণ হবে না। স্যার যেভাবে নাটক লিখতেন ও পরিচালনা করতেন, এখনো সেই মানের কাছাকাছিও কেউ যেতে পারেননি। ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। শুটিংয়ের সময় যেমন ছিলেন, বাইরে থেকেও তেমনই ছিলেন।”


ডা. এজাজ একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে আসছেন। কিন্তু ভিজিট বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ পেলেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। বলেন, “অনেকেই বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি নিচ্ছি না। আমার স্টাফরাও বলে, আমার জুনিয়ররাও আমার চেয়ে বেশি ফি নেয়, আমি বিশেষজ্ঞ হয়েও কম নিচ্ছি। এতে মানুষ নাকি সন্দেহ করবে, সম্মান নষ্ট হবে। কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে।”


তিনি আরও বলেন, “অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আল্লাহর রহমতে আমি ভালো আছি, খেতে পারছি, পরতে পারছি, ছেলেমেয়ের লেখাপড়া চালাতে পারছি। এর বেশি টাকার প্রয়োজন আমি অনুভব করি না।”


বর্তমানে ডা. এজাজ ‘দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি কয়েকটি খণ্ড নাটকেও তার ব্যস্ততা রয়েছে।


আরএক্স/