২০ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে ‘ঘুমন্ত রাজপুত্র’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫


২০ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে ‘ঘুমন্ত রাজপুত্র’
সংগৃহীত ছবি।

দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থেকে মৃত্যুবরণ করলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ।


শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।


সৌদি রাজপ্রাসাদ সূত্রে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রিন্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তার বাবা প্রিন্স খালেদ বিন তালালও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজপরিবারের অন্যতম সদস্য। তিনি প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। সামাজিকমাধ্যম এক্স এ করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।


২০০৫ সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মাথায় আঘাতজনিত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করতে হয়, এরপর থেকেই কোমায় চলে যান। টানা দুই দশক তিনি লাইফ সাপোর্টে ছিলেন। একসময় তার শরীরে হালকা নড়াচড়ার লক্ষণ দেখা গেলেও আর জ্ঞান ফেরেনি।



পুত্রের শয্যার পাশে টানা দুই দশক ধরে থেকে নজিরবিহীন ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।


প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা আরব বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও দাফন কার্যক্রম শুরু হয়েছে রবিবার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে। এই শোকানুষ্ঠান চলবে মঙ্গলবার পর্যন্ত।


এসডি/