দক্ষিণ কোরিয়ায় ভারীবৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন।
রবিবার (২০ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গণমাধ্যমটি বলছে, বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিপর্যয় দেখা দেয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন। এছাড়া, প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ১৫০ বছরের মসজিদ চালু করলেন আজারবাইজান প্রেসিডেন্ট
এ ছাড়া, ভারী বৃষ্টির ফলে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষিজমি সম্পূর্ণ ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে খবরে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহত হওয়ার খবর মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এমএল/