জুলাই শহীদরা জানতো না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে: ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ২১শে জুলাই ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পিছানোর চক্রান্ত করছেন। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে। কারণ, শহীদরা কেউ জানতো না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে।
রবিবার (২০জুলাই) বংশাল থানা এলাকায় অবস্থিত নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ও নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে ভাসানী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকলে সমস্যা নেই বিএনপির: সালাহউদ্দিন
মিছিল শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর ভিডিওটি ভাইরাল করা হয়। ভাইরাল করার সাথে সাথে রাজাকার ও আলবদর বাহিনী, নতুন দল এনসিপি ও রাষ্ট্রীয় প্রচার যন্ত্র সবাই মিলে বিএনপির দিকে আঙ্গুল তুলল। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস দেখালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অসম্মান করল। আজকের বিক্ষোভ-মিছিলের কথা আমাদের নেতা আমাদেরকে বলে দেয় নাই। আমাদের নেতাকে নিয়ে যখন কটূক্তি করা হবে, সেটি অবশ্যই দেশের কোটি জনগণের মনে দাগ কাটবে। এটাই স্বাভাবিক। ‘
তিনি আরও বলেন, ‘এই জামায়াত-শিবির ও এনসিপি একই সূত্রে গাথা। তারা চায় না দেশের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। যাতে করে তারা বলতে পারে দেশে নির্বাচনের পরিবেশ নাই। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছে। যদি ফেব্রুয়ারির এক দিনও নির্বাচন পেছানো হয়, তাহলে এই সরকারকে আমরা আর এক ঘন্টাও রাখবো না। পিআর পদ্ধতি মানে আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি।পিআর বাংলাদেশের জনগণ মানবে না।’
আরও পড়ুন: সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন ডা. শফিকুর রহমান
কক্সবাজারে সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর করা কুরিচিপূর্ণ মন্তব্য নিয়ে ইশরাক বলেন,’তার মুখের কোন লাগাম নাই। সে শুরু থেকেই যা ইচ্ছা তা বলে যাচ্ছে। আমাদের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছে।ইউনিভার্সিটির ছেলেরা তাকে ডার্বি নাসির কেন বলে জানি না। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই। মুখ সামলে কথা বলেন। না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে রাজনীতির ইতি সেখানেই টেনে দেব।নাহিদ উপদেষ্টা থেকে সরে গিয়েছে কিন্তু আসিফ আছে।স্বৈরাচার শেখ হাসিনার কাছের সচিবদেরকে তারা পাশে এনে বসাচ্ছে। আমরা দীর্ঘদিন মায়া-মমতা দেখিয়ে কোন কথা বলি নাই।’
এ সময় তিনি দেশের জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে মব জাস্টিস রুখে দেয়ার আহ্বান জানান।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকলে সমস্যা নেই বিএনপির: সালাহউদ্দিন
