Logo

উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৫, ০৯:৩৫
42Shares
উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক
ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদাতাদের নাম, মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংগ্রহ করছে

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রক্তদাতাদের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সামনের গেটে একটি হেল্প ডেস্ক চালু করেছে দলটি।

সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির উদ্যোগে স্থাপন করা এই ডেস্কে কুইক রেসপন্স টিম কাজ করছে। তারা বার্ন ইউনিটে আসা স্বেচ্ছায় রক্তদাতাদের নাম, মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংগ্রহ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলটির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন এই টিমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্বেচ্ছাসেবক দল পাঠিয়েছি। এখন পর্যন্ত শতাধিক রক্তদাতা আমাদের কাছে নিবন্ধন করেছেন। প্রয়োজন হলে দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারব।

তিনি আরও জানান, আহতদের স্বজনদের তথ্য সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া, আহতদের সেবায় একদল চিকিৎসক নিয়ে এনসিপি একটি মেডিকেল টিম গঠন করেছে। এতে রয়েছেন—

ডা. মো. আব্দুল আহাদ – মুখ্য স্বাস্থ্য সমন্বয়ক, হেলথ উইং

বিজ্ঞাপন

ডা. মাহমুদ আলম মিতু – সমন্বয়ক, হেলথ উইং

ডা. ইউসুফ জামিল তিহান – সদস্য, হেলথ উইং

ডা. মনির হোসেন – সদস্য, হেলথ উইং

বিজ্ঞাপন

ডা. রাকিফুল ইসলাম – সদস্য, হেলথ উইং

ডা. সাব্বির আহমেদ – সদস্য, হেলথ উইং

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD