মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত ও আগুনে দগ্ধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এর মাঝেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
সোমবার (২১ জুলাই) নিজেদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে পরিদর্শনের বেশকয়েকটি ছবি শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেল।
আরও পড়ুন: জুলাই শহীদরা জানতো না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে: ইশরাক
এ সময় রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকলে সমস্যা নেই বিএনপির: সালাহউদ্দিন
বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। যেখানে ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

জুলাই শহীদরা জানতো না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে: ইশরাক

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকলে সমস্যা নেই বিএনপির: সালাহউদ্দিন
