ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যু পাবে বিশেষ গুরুত্ব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যু পাবে বিশেষ গুরুত্ব
ছবি: সংগৃহীত

আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরকালে বৈধ অভিবাসন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


সফরটি ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী ৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মেলোনির প্রস্তাবিত সফর নিয়ে রোববার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে অভিবাসন ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।


সূত্র জানায়, সফরে অভিবাসন বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে। এর আগে, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরে এসে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক সই করেন।


কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সফরেই উভয়পক্ষ প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর নিয়ে আলোচনা করে এবং রোমের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। এ ছাড়া ইতালির তরফ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ)-এর একটি সম্মেলনে যোগদানের আমন্ত্রণও জানানো হয়।


প্রসঙ্গত, এর আগে ১৯৯৮ সালে তৎকালীন ইতালীয় প্রধানমন্ত্রী রোমানো প্রোদি বাংলাদেশ সফর করেছিলেন। প্রায় তিন দশক পর এবার দ্বিতীয় কোনো ইতালীয় প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা আসছেন জর্জিয়া মেলোনি।


বিশ্লেষকদের মতে, মেলোনির সফর বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং অভিবাসন ইস্যুতে উভয় দেশের মধ্যে বাস্তবভিত্তিক ও গঠনমূলক সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে।


আরএক্স/