রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্নে হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭
সোমবার (২১ জুলাই) দুপুরের এই ভয়াবহ দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে আহত দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এসব আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে আনা হয়েছে, আসলে বড় সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে।
তিনি আরও বলেন, ঘটনা ঘটার পর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩০ থেকে ৩৫ জনকে ভেতরে নেয়া হয়েছে। অনেক মানুষ আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।
এসডি/