জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্প্রতি গণমাধ্যমে জুলাই শহীদ পরিবার ও আহতদের (জুলাই যোদ্ধা) জন্য সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের গুঞ্জন উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, “আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য একটি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। তবে ওই কর্মসূচির মধ্যে ফ্ল্যাট দেওয়ার কিংবা চাকরিতে কোটা সংরক্ষণের বিষয়টি নেই।"
তিনি আরও বলেন, "পুনর্বাসন বিভিন্নভাবে হতে পারে। কারও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, হাস-মুরগি কিংবা মৎস্য পালনের মতো উদ্যোগে সহায়তা করা হবে।"
এক সাংবাদিক জানতে চান, জুলাই যোদ্ধারা যেহেতু মুক্তিযোদ্ধাদের মতোই ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন, তাহলে কি তাদের সমমর্যাদায় দেখা হচ্ছে? জবাবে উপদেষ্টা বলেন, "মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আনাই ভালো। তারা মহান, তাদের অবদান অনস্বীকার্য। তবে আমরা জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ হিসেবে দেখছি না। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি পেতে ৩০-৩৫ বছর সময় লেগেছে। অনেকেই এখনও তালিকাভুক্ত হতে পারেননি। অন্যদিকে, ২০০৫ সালেই জুলাই শহীদদের তালিকা হয়েছে। সবই রেকর্ডেড।"
সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, “না না, কোনো কোটা থাকবে না। তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন।”
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ঘটনাকে সরকারিভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর থেকে জুলাই শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং পুনর্বাসনের প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়। এ উদ্দেশ্যে ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়।
এ পর্যন্ত ৮৪৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করে ২,০০০-এর বেশি ব্যক্তিকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি আরও ১,৭৬৯ জনের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী

নেগেটিভ রক্তের তীব্র সংকট, দাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আইন উপদেষ্টা
