উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 


সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, “আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজ এলাকার কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের তিনটি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট রাস্তায় আছে।”


এখন পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার তৎপরতা চলছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


উল্লেখ্য, প্রশিক্ষণ বিমানগুলো সাধারণত বিভিন্ন বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির মালিকানাধীন হয়ে থাকে এবং সেগুলো প্রশিক্ষণার্থীদের নিয়ে নিয়মিত আকাশে ওড়ানো হয়। তবে এই বিমানের মালিকানা ও উড্ডয়নের সময়কাল সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আরএক্স/