পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকার ক্যানটিনের ছাদে বিমানটি পড়ে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এ দুর্ঘটনায় সর্ম্পকে ফায়ার সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং বাকি চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এখনও অনেককে পোড়া শরীর নিয়ে বের হতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একজন লিখেছেন, ছোট ছোট বাচ্চারা পোড়া শরীর নিয়ে বের হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানমা জানিয়েছেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে আটটি ইউনিট কাজ করছে।
এসডি/