উত্তরায় বিমান বিধ্বস্ত: নারী-শিশুসহ দগ্ধ ২৬, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঋ-৭ ইএও প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ভিতরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়।
বিধ্বস্তের সময় ক্লাস চলছিল, ফলে বেশিরভাগ হতাহতই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। তাঁদের মধ্যে ২৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থাকে “গুরুতর” বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
অন্যদিকে কয়েকজনকে উত্তরা মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিমানটি আকাশ থেকে হঠাৎ ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামে এবং মাইলস্টোন কলেজের ক্যান্টিন ও একটি ক্লাসরুমের পাশ ঘেঁষে আছড়ে পড়ে। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনীর একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পরপরই পুরো মাইলস্টোন কলেজ এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। মিডিয়ার প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ওঝচজ) জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকবে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনা সামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের দাবি তোলে।
আরএক্স/