বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিএনপি দ্রুত সহায়তার উদ্যোগ নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির স্বাস্থ্য টিমকে তাৎক্ষণিকভাবে আহতদের সহায়তায় ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২১ জুলাই) বিএনপির এক সংবাদ বার্তায় এ সহায়তার কথা বলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, হতাহতের শঙ্কা রয়েছে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা না গেলেও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসডি/