বিমান বিধ্বস্ত হয়ে আগুন, মাইলস্টোন কলেজ ভবনে ছিল ১৫০ শিক্ষার্থী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


বিমান বিধ্বস্ত হয়ে আগুন, মাইলস্টোন কলেজ ভবনে ছিল ১৫০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল এবং ভবনের ভেতরে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও কলেজের একাধিক সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ একটি বিমান ভবনটির ওপর আছড়ে পড়ে। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ভবনটিতে আগুন লেগে যায়। ঘটনার সময় মূল ক্লাস শেষ হয়ে গেলেও কোচিং ক্লাস চলমান ছিল। এতে শিশু শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে পড়ে এবং অনেকেই হতাহত হন বলে আশঙ্কা করা হচ্ছে।


উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটি দেওয়ার পর সেখানে কোচিং ক্লাস চলছিল। তখন ভেতরে প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী ছিল। অনেকে আহত হয়েছেন, কেউ কেউ গুরুতর অবস্থায় আছে।”


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরএক্স/