সিঙ্গাপুর রেমিটেন্স যোদ্ধা এ্যাওয়ার্ড পেলেন চুয়াডাঙ্গার আলিম বিশ্বাস
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের সন্তান এবং সিঙ্গাপুর প্রবাসী আব্দুল আলিম বিশ্বাস এবার অর্জন করলেন “সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৫”।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম “ভয়েস এশিয়ান ডট নিউজ” আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে “সবার আগে দেশের সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের নানা প্রান্তে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের মূল্যায়ন করা হয়।
২০২৩ সালে “সিঙ্গাপুর এচিভারস অ্যাওয়ার্ডস” এবং ২০২৪ সালে “ফার্স্ট সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা অ্যাওয়ার্ডস”-এর সফল আয়োজনের পর, এবার তৃতীয়বারের মতো আয়োজিত হয় “সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা অ্যাওয়ার্ডস ২০২৫”।
এ বছর আয়োজনে ২০টি জেনারেল ক্যাটাগরি ও ৭টি স্পেশাল ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়। ১২ হাজার আবেদনকারীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২০ জন রেমিট্যান্স যোদ্ধা। সেই তালিকায় জায়গা করে নেন চুয়াডাঙ্গার আব্দুল আলিম বিশ্বাস।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরে এক গ্ল্যামারাস গালা নাইট অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আয়োজক ও ভয়েস এশিয়ান ডট নিউজ-এর এডিটর অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন,‘আমরা প্রমাণ করেছি, প্রবাসীরাও দেশের আসল হিরো। তাদের স্বীকৃতি ও সম্মানই আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য।’
এই অর্জনে উচ্ছ্বসিত আব্দুল আলিম বিশ্বাসের ভাই হালিম বিশ্বাস বলেন,আমার ভাইয়ের এই অর্জন পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য গর্বের। আমরা দোয়া চাই যেন সে ভবিষ্যতেও দেশ ও সমাজের জন্য কাজ করতে পারে।’
এসডি/