সাভারে দুইজনকে কুপিয়ে জখম


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


সাভারে দুইজনকে কুপিয়ে জখম
ছবি: প্রতিনিধি

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত ওই দুই যুবককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। 


রবিবার (২০ জুলাই) রাত দেড়টার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত ১৯ জুলাই সন্ধার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এঘটনা ঘটে।


আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মোঃ শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মোঃ রবিউল ইসলাম রবিন (২৫)।  


অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২),  বিরুলিয়ার সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।


অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার সাত্তার মিয়া মার্কেটের সামনে বসে রাত সাড়ে ৮ টার দিকে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মোঃ রবিউল ইসলাম। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল মহড়া নিয়ে ঘটনাস্থলে যায়। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 


সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনায় আজ রাতে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।