শরীয়তপুরের ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে খালিদ নুর তনু নামে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ জু্লাই) দিবাগত রাতে ভেদরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সে ভেদরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের গৈড্যা গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ এর ছেলে। সে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
যুবলীগ নেতা তনু’ গ্রেফতার হওয়াতে স্থানীয় এলাকাবাসী অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। কারন স্বৈরাচার সরকার আওয়ামী লীগের আমলে তনু ছিল একটা আতঙ্কের নাম। ভেদরগঞ্জ উপজেলার সকল স্থানেই সে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করতেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ভেদরগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগ নেতা খালিদ নুর তনুকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করা হয়।
এসডি/