নিহত পাইলট তৌকিরের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, ও নিহতের পরিবারের সদস্যসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ফিউনারেল প্যারেড হলো সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা। সাধারণত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর এটি অনুষ্ঠিত হয়।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১

বার্ন ইনস্টিটিউটে ৭২ ঘণ্টার চিকিৎসা সরঞ্জাম মজুত আছে: সায়েদুর রহমান

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জামাদী পাঠাচ্ছে ভারত
