২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।
রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে তিনি এ কথা জানান।
রুটিন অনুযায়ী মঙ্গলবার (২২ জুলাই) রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সোমবার (২২ জুলাই) বেলা একটার ১৮ মিনিটে ত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কটি ভবনে বিধ্বস্ত হয়। ইএসপিআর তথ্য অনুযায়ি এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১

বার্ন ইনস্টিটিউটে ৭২ ঘণ্টার চিকিৎসা সরঞ্জাম মজুত আছে: সায়েদুর রহমান

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জামাদী পাঠাচ্ছে ভারত
